সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
রেফতারকৃত আসামীরা হলেন, মঈনুল (৩২),আমিনুল (৩৫), সাইফুল(৩০) ও জসীম (৪০)।
জানা যায়, জগন্নাথপুর থানা পুলিশ বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার জয়নগর গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে নন জিআর নং-১৪/২৫ (জগন্নাথপুর) মামলায় আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মঈনুল হক (৩২), আমিনুল হক (৩৫), সাইফুল হক (৩০) ও একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জসিম উদ্দিন (৪২)কে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁঞা বলেন, ‘গ্রেফতারকৃত আসামীদের পুলিশ হেফাজতে শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.