নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোডে অভিযান চালিয়ে আবাসিক হোটেল বাধন থেকে চার নারী পুরুষ আটক করেছে। আটককৃতরা এমডি এহসান আহমেদ আসিফ (২৬), মো. আলী (৩২, হোটেল স্টাফ), নয়ন তারা ওরফে তানিয়া (২০) ও রুনা বেগম (২৫)। তাদর বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।
রবিবার দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ নারী পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.