মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নিউ পাল্লাথল সীমান্তের কুমারশাইল এলাকা থেকে বিএসএফের ঠেলে পাঠানো ৯ রোহিঙ্গা ও ১ বাংলাদেশি নাগরিক বিজিবির হাতে আটক হয়েছেন। শুক্রবার সকালে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে।

যদিও ৫২-বিজিবি প্রাথমিকভাবে দুজনকে আটকের তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার সন্ধ্যায় তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের আজমীরিগঞ্জ উপজেলার জামির হোসেনের ছেলে সোহেল মিয়া এবং কক্সবাজারের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা আবুল কাশেমের ছেলে আবু বক্কর সিদ্দিক।

বিজিবি জানায়, কয়েক বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান। সম্প্রতি সেখানে আটক হওয়ার পর বিএসএফ তাদের বাংলাদেশে ফিরিয়ে পাঠায়।

বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, বিএসএফ পুশইন করা ৯ রোহিঙ্গা ও একজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে দুজনকে থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিজিবি জিডি মূলে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা নাগরিককে থানায় সোপর্দ করেছে। তাদের বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.