বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মালিকের সন্ধান জানতে তদন্ত শুরু করেছে র্যাব । রোববার দিনগত মধ্যরাতে স্থানীয় দত্ত বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মাটির নীচে চাপা দেয়া ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, দেশীয় তৈরী দু-নলা মরিচা পড়া বন্ধুকটি বাটসহ ২১ ইঞ্চি দীর্ঘ। গোপন সংবাদের ভিত্তিতে তারা এটি উদ্ধার করে।
স্থানীয় প্রশাসনের কাছে বিয়ানীবাজারে ব্যাপক অবৈধ অস্ত্র রয়েছে মর্মে তথ্য আছে। এরকম তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজারে যে কোন সময় অস্ত্র উদ্ধার অভিযান শুরু হতে পারে। তার আগে পরিত্যাক্ত অস্ত্র উদ্ধারের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে আইনশৃংখলা বাহিনী। এই অস্ত্রটি কার কিংবা আগে এর ব্যবহার হয়েছে কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি সম্ভবত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ার উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে, কারা এই অস্ত্রটি এখানে রেখে গিয়েছিল, তা এখনো অজানা। পুলিশ এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার জন্য কাজ করছে। এই ঘটনাটি বিয়ানীবাজার এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর জিডি মূলে এটি থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
Comments are closed, but trackbacks and pingbacks are open.