৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে গণমিছিল করেছে বিয়ানীবাজার জামায়াতে ইসলামী। মঙ্গলবার বেলা ২ টায় পৌরশহরের নিউ মার্কেট থেকে বের হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল শেষে নিউ মার্কেট মোড়ে এক সভায় মিলিত হন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম বলেন, দেশের মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল স্বৈরাচার হাসিনা সরকার। তবে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে তাকে পালিয়ে যেতে হয়। তিনি আরোও বলেন, এই দেশের মুক্তিকামী জনগণের পথের দিশাতে দেখাতে জামায়াতে ইসলামী কাজ করছে। আসন্ন নির্বাচনে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় অধিষ্টিত করলে দেশে গণতান্ত্রিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্টা হবে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল খায়ের ও মোস্তফা উদ্দিন, সেক্রেটারী কাজী আবুল কাশেম, পৌর আমীর কাজী জমির হোসাইন, সেক্রেটারী সাদুজ্জামান, উপজেলা সহ সেক্রেটারি রুকন উদ্দিন, দেলোওয়ার হোসেন, আব্দুল হামীদ, জেলা শিবির নেতা আহবাব হোসেন মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারী সেলিম উদ্দিন প্রমুখ সাবেক শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল আরিফ হোসাইন, শিবির সভাপতি ফাতেহুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মুনিবুর রহমান পাভেল, পৌর জামাতের সহ-সেক্রেটারি তানভীর এলাহি মজুমদার উজ্জ্বল, এখলাছ উদ্দিন, আব্দুল মুনিম, আব্দুল্লা আল মামুন, আব্দুল্লাহ মাহমুদ, ময়নুল ইসলাম প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.