নানা কারণে বাধাগ্রস্থ হওয়া সিলেট-বিয়ানীবাজার-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবীতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শেওলা স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়ন হলে পূর্ব সিলেটের বেশ কয়েকটি উপজেলা উপকৃত হবে জানিয়ে এর গুরুত্ব তুলে ধরা হয়। এ প্রকল্প বাস্তবায়ন না হলে স্থানীয় বিএনপি আন্দোলনের ডাক দিবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন দলটির নেতৃবৃন্দ।

সিলেট-বিয়ানীবাজার-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প’ আগামী ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত প্রকল্পটির ১০ভাগ কাজও সম্পন্ন হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে গৃহিত প্রকল্পটি বাস্তবায়নে ৪ হাজার ২৫৭ কোটি ৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়।

একটি সূত্র জানায়, গত ২৯ এপ্রিল সিলেট জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটির ভূমি অধিগ্রহণ নিয়ে পর্যালোচনা করা হয়। সেখানে যুক্ত চার লেন সেতু ও অ্যাপ্রোচ সড়ক নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। সভার সিদ্ধান্তে বলা হয়, সীমান্তবর্তী দুই উপজেলার অল্প কিছু যাত্রী পরিবহন ছাড়া এ পথে বড় ধরনের যান চলাচল নেই। তাই আপাতত চার লেন সড়ক নির্মাণ জরুরি নয় এবং এতে সরকারি অর্থের অপচয় ঘটতে পারে। এই মতামত জেলা প্রশাসক গত ৮ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেন। এমন সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে চার উপজেলার মানুষ ক্ষুব্দ হয়ে ওঠেন।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে মুল্লাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মন্নান, তিলপাড়া ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, জাসাস নেতা হোসেন আহমদ মেম্বার, ইউনিয়ন বিএনপি নেতা আলী হোসেন, জেলা যুবদল নেতা আবুল কালাম,  পৌর যুবদল নেতা জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.