হেক্সা’স ও ব্রিটিশ কাউন্সিল এর যৌথ উদ্যোগে সিলেটে আন্তর্জাতিক মানের দুটি আইইএলটিএস অন কম্পিউটার পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় সিলেট নগরীর মেজরটিলাস্থ সিদ্দিকী প্লাজার ৩য় তলায় হেক্সা’স এর প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্সিম রাইমান।

এসময় উপস্থিত ছিলেন হেক্সা’স এডুকেশনের বোর্ড অব ডিরেক্টরস ও চেয়ারম্যান শাহিবুল আলম রেজা, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির সুমন, সিইও সুলতান আহমেদ, পরিচালক জুবের আহমদ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট এক্সামস) মো. বদরুদ্দোজ্জা, সিলেট প্রেসক্লাবের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ভাইস চেয়ারম্যান (১ম) ফেরদৌস আলম, সেল্টার সাবেক সভাপতি খালেদ হোসেন চৌধুরী, সিদ্দিকী প্লাজা ব্যবসায়ি সমিতির সভাপতি আবুল কালাম, পিএস একাডেমির সিইও মনিরুজ্জামান মনির, দুধওয়ালার পরিচালক শাকিল জামান প্রমুখ। 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল সিলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.