সিলেটে এবার ধানক্ষেত বাড়ির উঠান থেকেও সাদাপাথর উদ্ধার হচ্ছে। তেমনটাই ঘটেছে সদর উপজেলায়। আরও প্রায় ৫ হাজার ১০০ ফুট পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। সেই সাথে সংশ্লিষ্ট একজনকে আটক করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি এয়ারপোর্ট থানা পুলিশ।
সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী খোশনুর রুবাইয়াৎ। অভিযানে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
জানা যায়, সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও সালিয়া গ্রামে পরিচালিত অভিযানে, ধানক্ষেত এবং কারো কারো বাড়ির উঠান, পথের ধারে ঘাস লতাপাতায় লুকানো অবস্থায় এসব পাথর রাখা হয়েছিল।
উদ্ধারকৃত পাথরগুলো সাদাপাথরের এবং সেগুলো যথাস্থানে প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াত।
এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার আব্দুল বাসেত সরকার জানান, আটক ব্যক্তির বিস্তারিত নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। পাওয়ার সাথে সাথে তা জানানো হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.