সিলেটে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাওলানা জুবায়ের আহমদ(৪৫) নামে এক মাদরাসা শিক্ষক খুনের ঘটনায় ঘাতক নয়নকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

আটক কিশোরের নাম আল মাহমুদ নয়ন ( ১৫) সে আখালিয়া বরগুল এলাকার মোহাম্মদ আল- আমিনের ছেলে।বুধবার (১৩আগস্ট)  রাত সাড়ে ১১ টায় নয়নকে গ্রেফতার করা হয়।

আটকের বিষয়টি সিলেট প্রতিনকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ।

উল্লপখ্য বুধবার সকাল ৯টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় এক মাদ্রাসা শিক্ষককে ছুরিকাঘাত করে খুন করা হয়।

নিহত মাওলানা জুবায়ের আহমদ (৪৫) সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া বড়গুল এলাকার মৃত মদরিছ আলীর ছেলে ও স্থানীয় ডা.তানজিনা আহমেদ দাখিল মাদরাসার সুপার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনকার মতো মাওলানা জুবায়ের বাড়ি থেকে বের হয়ে  মাদরাসায় পথিমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনে বড়গুল এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মারা যান তিনি।

এবিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী বলেন, পারিবারিক বিরোধের জেরে জুবায়ের নামে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.