কয়েকদিন আগেও সবজির দামে স্বস্তি ছিলো। অনেকটা হাঁফ ছেড়ে বেঁচেছিলেন সিলেটবাসী। কিন্তু টানা বৃষ্টিতে সবকিছু বদলে গেলো। সিলেটের বাজারে সবজির দাম এখন নিয়ন্ত্রণের বাইরে। প্রায় সব সবজি ১০০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। বেড়েছে ডিম ও মুরগির দামও। মূল্যবৃদ্ধির ঢেউ লেগেছে মসলার বাজারেও। 

শনিবার (১৭ আগস্ট) নগরের আম্বরখানা, লালবাজার, মদিনা মার্কেট ও বন্দরবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা গেছে, বরবটি প্রতি কেজি ১১০ টাকা, ঝিঙা ৯০ টাকা, পটল ৮০ টাকা, ধুন্দুল ৯০ টাকা, টমেটো ১৯০ টাকা, মুলা ৯০ টাকা, করোলা ১১০ টাকা, লাউ ১৫০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে কেজি ১০০ টাকায়, শসা ১১০ টাকা, বেগুন (লম্বা) ২১০ টাকা, কাঁচা মরিচ কেজি ২৯০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় পেঁয়াজের দামও বেড়েছে। বর্তমানে কেজি ৯৫ থেকে ১০০ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ৫৫ থেকে ৬০ টাকা। আদা বিক্রি হচ্ছে কেজি ১৯০ থেকে ২৯০ টাকা, আর রসুন ১৭০ থেকে ২১০ টাকা।

সবজির পাশাপাশি ডিমের দামও বাড়তি। ফার্মের ডিম এখন ডজনপ্রতি ১৪৫ থেকে ১৫০ টাকা, হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ২৫০ টাকায়।

মাছের বাজারেও চড়া দাম। বড় ইলিশ কেজি ২৫০০ থেকে ২৬০০ টাকা, ছোট ইলিশ ১৬০০ থেকে ১৯০০ টাকা, বড় রূপচাঁদা ১৭০০ টাকা, ছোট রূপচাঁদা ১১০০ টাকা, রুই ৩৬০ থেকে ৪২০ টাকা, কাতলা ৭২০ থেকে ৮২০ টাকা, পাঙ্গাস ৬২০ টাকা, বোয়াল ৯২০ টাকা, তেলাপিয়া ৪২০ থেকে ৪৬০ টাকা, শিং মাছ ৫২০ থেকে ৬২০ টাকায় বিক্রি হচ্ছে।

আম্বরখানায় বাজার করতে আসা লোহারপাড়ার বাসিন্দা হাসান আলী বলেন, “বাজারে এক হাজার টাকা নিয়ে এলে আগের মতো এখন কিছুই মেলে না। সবজির কেজি কেজি দাম সেঞ্চুরি পার হয়ে গেছে। মধ্যবিত্তরা সবচেয়ে বেশি কষ্টে আছে।

মদিনা মার্কেটের মাছ বাজারে আসা ক্রেতা সোহরাব হোসেন বলেন, “বৃষ্টি হলেই দাম আকাশছোঁয়া হয়। মনে হয় অনেকেই সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দেয়। এইভাবে গেলে সাধারণ মানুষের জন্য মাছ কেনা স্বপ্ন হয়ে যাবে।”

লালবাজারে সবজি কিনতে আসা আজমল শেখের অভিযোগ, “সরকারি তদারকি নেই বলেই ইচ্ছেমতো দাম বাড়ায়। যারা বাজার নিয়ন্ত্রণ করে তারা চাইলে দাম কমতে পারত।

মূল্যবৃদ্ধি কেবল কাঁচাবাজারেই সীমাবদ্ধ নেই। মসলাসহ বিভিন্ন প্যাকেটজাত পণ্যের দামও সম্প্রতি বেড়ে গেছে। সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে সমস্যা হচ্ছে, সরবরাহ কমে গেছে—তাই দাম বেড়েছে।

ডিমের ডজন ১৫০ টাকা, কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে। কাঁচাবাজার ছাড়িয়ে এই মূল্যবৃদ্ধির ঢেউ লেগেছে মসলার বাজারেও। পাশাপাশি বেড়েছে ফার্মের মুরগির দামও। কেজি প্রতি স্থানভেদে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধিতে মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়।

সব মিলিয়ে সিলেটের বাজারে নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়াচ্ছে। ভোক্তারা বলছেন, আয় না বাড়লেও প্রতিদিনই ব্যয়ের বোঝা বহুগুণ বাড়ছে। ফলে বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি জানিয়েছেন তারা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.