সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযানে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭২৫ টাকার ভারতীয় চোরাই পন্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায় (৬ আগস্ট বোধবার) , গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, সোনালীচেলা এবং বাংলাবাজার বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, বিভিন্ন প্রকার ইনজেকশন, গরু, ফুচকা, বাঁধাকপি, মেহেদী, কিটক্যাট চকলেট, বাংলাদেশ থেকে পাচারের সময় আটক শিং মাছ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব চোরাচালানী মালামালের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১৫ লক্ষ ৫২ হাজার ৭২৫ টাকা।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় উর্ধ্বতন সদর দপ্তরের দিকনির্দেশনায় আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। আইন অনুযায়ী আটককৃত মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশপ্রেম ও দায়িত্ববোধের জায়গা থেকে বিজিবি নিরবিচারে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
বিজিবির এই সাফল্য সীমান্তে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা, বৈধ বাণিজ্যের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.