সুনামগঞ্জ তিনদফা দাবি পুরণে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকা পরিবহন কর্মবিরতি ১৬ ঘন্টা পর প্রত্যাহার করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল এর সভাপতিত্বে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দর উপস্থিতিতে সভায় শ্রমিকদের তিনদফা দাবি মানার আশ্বাস দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
এসময় কর্তৃপক্ষের আশ্বাসে অনির্দিকালের কর্মসূচি প্রত্যাহার করেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সুজাউল কবির।
এদিকে প্রায় ১৬ ঘন্টাব্যাপি চলা পরিবহন শ্রমিকদের কর্মবিরতীর কারনে রবিবার রাত থেকে আজ (সোমবার) বেলা ১২টা পর্যন্ত চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাবধারণ। সময় মতো গন্তব্যে যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।
এর আগে রবিবার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির হামলার শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এই ঘটনায় বাসের হেল্পাকে মারধোর ও একটি বাস ভাংচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.