সিলেট ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে মাত্র ২৪ ঘণ্টায় ৫ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। কোথাও আত্মহত্যা, কোথাও দুর্ঘটনা, আবার কোথাও রয়েছে রহস্যজনক মৃত্যু—সব মিলিয়ে উত্তেজনা ছড়িয়েছে জনমনে।

কানিশাইলে কিশোরীর ঝুলন্ত লাশ
শনিবার সকালে সিলেট নগরীর কানিশাইল এলাকায় ১৪ বছরের রেশমা বেগম নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কোতোয়ালি থানার ওসি জানান, মেয়েটি শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল এবং প্রাথমিকভাবে বাবার সাথে অভিমান করেই আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে।

ধানক্ষেতে বৃদ্ধের লাশ
একইদিন দুপুরে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকায় ধানক্ষেত থেকে নিখোঁজ মাহমুদ আলী (৬৫)-এর লাশ উদ্ধার হয়। মৃত্যুর আগে একটি অপরিচিত ব্যক্তি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পরিবার জানায়। লাশের পাশে টর্চলাইট, জুতা ও গ্লাভস পাওয়া গেছে। পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে।

ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু
শনিবার সকাল ৮টায় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলন্ত ট্রেন থেকে পড়ে যান হাওয়া বেগম (৪০)। ট্রেনের চাকায় তার পা কেটে যায় এবং পরে হাসপাতালে মারা যান। তিনি একহাত হারানো ভিক্ষুক ছিলেন, ট্রেনে ভিক্ষা করতেন বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু
সিলেট-মৌলভীবাজার মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৮) নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন আরও ৪ জন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

লেকে ডুবে বৃদ্ধের লাশ উদ্ধার
শমশেরনগর চা-বাগানের লেকে ৭৫ বছরের রামলাল রবিদাসের লাশ উদ্ধার হয় শুক্রবার। পরিবার জানায়, গোসল করতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। পরদিন পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধার করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.