জুমার দিন হচ্ছে সপ্তাহের সেরা দিন। এই দিনের অনেক ফজিলতপূর্ণ আমাল রয়েছে। এর মধ্যে সবচেয়ে সহজ আর সওয়াবের দিক থেকে বেশি এমন আমল হচ্ছে;  মহানবী (সা.) এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা।  

اللَّهُمَّ صَلِّ عَلَىٰ مُحَمَّدٍ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبْرَاهِيمَ، وَعَلَىٰ آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

উচ্চারণ: “আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ; কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা; ইন্নাকা হামিদুম্মাজিদ।

অর্থ: “হে আল্লাহ! আপনি মুহাম্মদের ওপর ও মুহাম্মদের পরিবারবর্গের ওপর দয়া বর্ষণ করুন, যেমন আপনি ইবরাহিম ও ইবরাহিমের পরিবারবর্গের ওপর দয়া বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরবময়।”

হাদিসে বর্ণিত হয়েছে-

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: “إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ”

আউস ইবন আওস (রাযি.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের শ্রেষ্ঠ দিনের অন্যতম হলো জুমার দিন। তাই এ দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দরূদ পাঠ করো, কারণ তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়।” (আবু দাঊদ, হাদিস ১৫৩১)

Comments are closed, but trackbacks and pingbacks are open.