সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে মসজিদের ছাত্রী ছাউনি নিয়ে সংঘর্ষ হয়েছে। যাত্রী ছাউনিটি থাকবে কি থাকবে না এ নিয়ে তর্কবিতর্কের জের ধরে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।  ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভাংচুর করা হয়েছে একটি রেস্টুরেন্টে। 


স্থানীয় একটি সূত্র জানায়, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার সাথে আগে থেকেই বিরোধ ছিল পাপড়ি রেস্টুরেন্টের মালিক ও বিএনপি নেতা জুবায়ের আহমদ লিটনের।

শুক্রবার রাত ৯টার দিকে লালাবাজারের মসজিদের যাত্রী ছাউনি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপক্ষ যাত্রী ছাউনিটি সেখান থেকে সরিয়ে ফেলার এবং আরেকপক্ষ সেখানেই রাখার বিষয়ে মত দেন। এ নিয়ে তাদের মধ্যে বিতন্ডা ছড়িয়ে পড়ে যা রূপ নেয় সংঘর্ষে। 

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


দক্ষিণ সুরমা থানার সহকারি পুলিশ কমিশনার মোঃ আব্দুল বাতেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষে এখন পর্যন্ত ১৫-২০ জন আহত হয়েছেন বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Comments are closed, but trackbacks and pingbacks are open.