ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে সিলেট নগরীতে তৌহিদী জনতা ও যুব সমাজের উদ্যোগে মোটর সাইকেল দিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুম্মা মোটর সাইকেল বিক্ষোভ মিছিলটি উপশহরের ই ব্লক থেকে শুরু হয়ে উপশহর পয়েন্টে, সোবহানীঘাট পয়েন্ট, করিম উল্লাহ পয়েন্ট, সিটি পয়েন্ট, সুরমা মার্কেট, জিতু মিয়ার পয়েন্ট, মিরের ময়দান, সুবিদবাজার, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, শাহী ঈদগাহ, টিলাগড় সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপশহর পয়েন্ট এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মোটর সাইকেল বিক্ষোভ মিছিলে প্রায় ৩ শতাধিক মোটর সাইকেল নিয়ে তৌহিদী জনতা ও যুব সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। মুহাম্মদ (সা.)-কে মুসলমান জাতি তাদের নয়নের মনি কোটায় স্থান দিয়েছে। তাকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বক্তারা সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহবান জানান।