গোলাপগঞ্জে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিজ্ঞান মেলার উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনম বদরুদ্দোজা।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে আছে অনেক প্রতিভা। তারা নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পায়না বলে মেধা থাকার পরও তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না। বিজ্ঞান মেলা এ ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এভাবে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরো বেশী অংশগ্রহণের সুযোগ করে দেয়ার জন্য তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুর রহিম, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা নির্বাচন অফিসার সাইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিবৃন্দ।
এতে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে স্টল দিয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির প্রদর্শন করে।