অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের অভিযোগে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটক যুবকের নাম আবুল হোসেন (৩২)। আবুল বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী বোবারথল দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত হাসিদ আলীর ছেলে।

খবর প্রকাশ করেছে আসামের জাগরণত্রিপুরা ডটকম ও ওয়েটুবরাক।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাথারকান্দি থানা পুলিশ আটক আবুল হোসেনকে আদালতে সোপর্দ করেছে। 

জানা গেছে, আবুল হোসেনসহ ৩ বাংলাদেশি যুবক শুক্রবার গভীর রাতে আসাম রাজ্যের কমিরগঞ্জ জেলার পাথারকান্দির সোনাতোলা (বড়লেখার বোবারথল সীমান্ত এলাকা) সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সোনাতোলা ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে আবুল হোসেনকে আটক করলেও তার সঙ্গী অন্য দুই যুবক পালিয়ে যায়। শুক্রবার বিকেলে বিএসএফ তাকে পাথারকান্দি থানায় হস্তান্তর করে। 

পাথারকান্দি পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল জানিয়েছে, তারা মহিষ পাচার করতে কাঁটাতারের বেড়াকেটে ভারতে প্রবেশ করে। হঠাৎ বিএসএফের উপস্থিতি টের পেয়ে তার দুই সঙ্গী আব্দুল হক ও রমজান আলী পালিয়ে গেলেও সে ধরা পড়ে। পুলিশ তার নিকট থেকে একটি তার কাটার যন্ত্রসহ ধারালো দা ও একটি মোবাইলসেট জব্দ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *