বিয়ানীবাজার উপজেলার, বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতন (কেজি স্কুল) এর ম্যানেজিং কমিটির পুনর্গঠন অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কেজি স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের সাবেক সভাপতি আখতারুজ্জামান আজব আলী’র সভাপতিত্বে কেজি স্কুলের প্রধান শিক্ষক মো: এনামুল কবির ও শিক্ষক আলী হাসান এর যৌথ চঞ্চালনায় অনুষ্ঠিত সভায় করোনাকালীন মহামারীতে কেজি স্কুলের শিক্ষকগণের বেতন ভাতা সংকট উত্তরণের জন্য করনীয় এবং কেজি স্কুলের সাবেক সভাপতি ও উদ্যোক্তা সদস্য মরহুম আমির উদ্দিন মারা যাওয়াতে শূন্য পদের সভাপতি পুনর্গঠন করা হয়েছে।
উপস্থিতি সকলের সর্বসম্মতি ক্রমে আবুল কালাম মনুকে সভাপতি মনোনিত করা হয়েছে। এছাড়া পূর্বের কমিটির সদস্যরাও অপরিবর্তিত রয়েছেন তারা হলেন- শিক্ষক প্রতিনিধি আলী হাসান, বিদ্যুৎসাহী সদস্য মো. লুৎফুর রহমান, বিদ্যুৎসাহী রুনা বেগম, অভিভাবক সদস্যরা হলেন জহিরুল ইসলাম, মেহেদী হাসান, কুলসুমা আক্তার (কুসুম), মোছা. জাহেদা বেগম, মো. আব্দুল মালিক শিক্ষক, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা, জনপ্রতিনিধি হিসেবে, ৮নং ইউপি সদস্য মাসুম আহমদ, ভূমিদাতা সদস্য হাজী মো. আজাদ হোসেন বউলা, মো. আমিরুল ইসলাম দুলাল, সদস্য সচিব বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এনামুল কবির।
উলেখ্য: গত ১৯ মে বৈরাগীবাজার আদর্শ বিদ্যানিকেতন এর সভাপতি মরহুম আমির উদ্দিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।
এসময় উপস্থিত ছিলেন এলাকার শিক্ষানুরাগী, যুবক ও কেজি স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।