চীনে রহস্যজনক করোনা ভাইরাস ছড়ানো এড়াতে আক্রান্ত রোগীকে প্লাস্টিক টিউবে সিল করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন চিকিৎসকরা।

বুধবার চীনের হুইঝো শহরের একটি হাসপাতালের ফুটেজ থেকে এ তথ্য পাওযা যায়।

ভিডিওতে দেখা যায় চিকিৎসকরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চরম যত্নে অ্যাম্বুলেন্স থেকে বের করে হাসপাতালের ভবনের দিকে নিয়ে যাচ্ছেন।

চীনের ২০ জন মেডিক্যাল কর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫শ’ ছাড়িয়েছে।

চীনের রহস্যজনক এ ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। পঞ্চম দেশ হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে তাইওয়ান, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়।

সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নিতে জরুরি বৈঠক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, সম্ভবত প্রাণীদেহ থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব। তবে বেশ কিছু ক্ষেত্রে আক্রান্তের পরিবারের সদস্যদের মধ্যে এই রোগের সংক্রমণ ঘটছে বলেও উল্লেখ করা হয়েছে।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের উহানের ফ্লাইটের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে বিভিন্ন দেশের উড়োজাহাজ কর্তৃপক্ষ।

সূত্র: চ্যানেল আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *