বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার ইত্তেহাদুল মুসলিমীন পরিষদের উদ্যোগে ১৬তম দুইদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল (২৩-২৪ ফেব্রুয়ারী) রবিবার সোমবার বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১২ ঘটিকা থেকে রাত ১২ পর্যন্ত তাফসির মাহফিল চলবে।
সভাপতিত্ব করবেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর নূর, হযরত মাওলানা আছার উদ্দিন, হযরত মাওলানা মাসউদ আহমদ।
১ম দিন তাফসির মাহফিলে ওয়াজ ফরমাইবেন
বাদ যোহর বিকাল ৩টা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা শরফ উদ্দিন, কৌড়িয়া।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা ইসমাঈল বোখারী, ঢাকা।
বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা আমিনুল ইসলাম ক্বাসীমি, ঢাকা।
বাদ এশা থেকে রাত ১০টা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা হাসান জামিল, ঢাকা।
রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, ফেনী।

দ্বিতীয় দিন বয়ান করবেন
বাদ যোহর থেকে বিকাল ৩টা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, ঢাকা।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা শরিফুজ্জামান রাজিবপুরী, ঢাকা।
বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, ঢাকা।
বাদ এশা থেকে রাত ১০টা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা মুফতি নোমান ক্বাসিমী, ঢাকা।
রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত বয়ান করবেন, হযরত মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, ফেনী।
আরো দেশ বরেন্য উলামায় কেরাম তাফসির পেশ করবেন উক্ত তাফসির মাহফিলে ইত্তেহাদুল মুসলিমীন এর পক্ষ থেকে সবাইকে দাওয়াত দিয়েছেন।