এই নুর তোর সময় ১১ মার্চ পর্যন্ত। তারপর তোর সময় শেষ। এরপর বস্তা ভরে গুম করে ফেলব, মেরে ফেলব তোকে। ডাকসু ক্যাফেটেরিয়া ও কলাভবনের সামনে ডাকসুর ভিপি নুরুল হক নুরকে এসব বলে গালিগালাজ করেন সলিমুল্লাহ মুসলিম হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদনান আহমেদ নাবিল।

রবিবার দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত এক অভিযোগে এ তথ্য জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর।

জানা গেছে আদনান আহমেদ নাবিল নামের অভিযুক্ত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু সহ-সাধারন সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনের অনুসারী।

মারধরের শিকার হওয়া ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো: শাকিল মিয়া বলেন, নুর (ভিপি) ভাইকে হুমকি দেওয়ার পর আমি তার পরিচয় জানতে চাই । তখন নাবিল (অভিযুক্ত) আমাকে থাপ্পড় ও লাথি দেয়।

লিখিত অভিযোগে ভিপি নুর বলেন, “অদ্য দুপুর আড়াইটার দিকে ডাকসু ক্যাফেটেরিয়া ও কলাভবনের সামনে দিয়ে আসার সময় এসএম হলের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদনান আহমেদ নাবিল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ১১ই মার্চের পর ক্যাম্পাসে থাকলে মেরে ফেলার হুমকি দেয়। গালিগালাজের এক পর্যায়ে আমাকে ধাক্কা দেয় ও আমার সাথে থাকা শাকিল মিয়াকে মারধর করে।

লিখিত অভিযোগে ভিপি নুর আরো লিখেন, “ডাকসু ভবনে গত ২২শে ডিসেম্বর হামলার সময় ওই আদনান আমাদের উপর হামলা চালায়।

“এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি ও আতঙ্কবোধ করছি। তাই উক্ত ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেয়ার জোড়ালো অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সীমা ইসলাম বলেন, নুর অভিযোগ দিয়েছি। একটু তর্ক-বিতর্ক হয়েছিল। ঐ ছেলেও(অভিযুক্ত) বাইক ছিনতাই চেষ্টার অভিযোগ দিয়েছে। আমরা তাদেরকে ম্যাচুয়্যাল করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *