সিলেটে স্ত্রী ও দুই ছেলেমেয়েকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত মহানগর আদালতের বিচারক নুরে আলম ভূঁইয়া আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) জুবায়ের বখত জুবের জানান।

মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসান মুন্সি ওরফে কামরুল হাসান (৪৪) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খালপার কমলাপুরের বাসিন্দা।

তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে নগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়া খেয়াঘাট গলিতে ভাড়া বাসায় থাকতেন।

পিপি বলেন, ২০১৮ সালের ৩০ জুলাই সকালে ওই এলাকার ভাড়া বাসার বাথরুম থেকে গৃহবধূ জনি আক্তার জয়নব ওরফে শিউলি (৩৫) তার মেয়ে মিম (১৫) ও ছেলে তাহসিনের (১৩) মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিউলির চাচাতো ভাই বাদী হয়ে হাসান মুন্সিসহ অজ্ঞাত পাঁচজনের নামে হত্যা মামলা করেন। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত হাসান মুন্সিকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *