বর্ষার শুরুতেই প্রচুর বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট কয়েক দফা বন্যায় বিয়ানীবাজার উপজেলার বেশিরভাগ এলাকায় এখনো ফসলের মাঠে হাঁটুপানি। পর্যাপ্ত উচুঁ জায়গার সংকটে বীজতলা তৈরি নিয়ে আশঙ্কায় ভোগছেন কৃষকরা।
তবে প্লাবিত হওয়া নিম্মাঞ্চল থেকে বন্যার পানি নেমে না যাওয়ায় আসন্ন আমন মৌসুমকে সামনে রেখে কৃষকরা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় বর্তমানে নিজের বাড়ির আঙ্গিনাকে বানিয়েছেন আমন ধানের বীজতলা। যাতে বন্যার পানি নেমে যাওয়ার পর আমন ধানের চারার সংকট না থাকে। তবে পর্যাপ্ত বীজতলার অভাবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও এ অঞ্চলে চারার সংকট দেখা দিতে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।
বন্যার পানিতে নিমজ্জিত হয়ে বিস্তীর্ণ ফসলি জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন চাষিরা।
উপজেলা কৃষি অফিস জানায়, বিয়ানীবাজারে ফসলি জমির বেশিরভাগ বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রায় ৬০ হেক্টর জমি এখন কৃষিকাজের অনুপযোগী হয়ে পড়েছে।
এদিকে ১০৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।