কলকাতায় সায়েন্স সিটি এলাকার জলাশয় থেকে দাউদ হোসেন উপল (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রগতি ময়দান থানা এলাকার বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশনের কাছের একটি জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ তাকে উদ্ধারের পর বংলাদেশি হিসাবে শনাক্ত করেছে। তবে কীভাবে তিনি ওই এলাকায় গেলেন, কীভাবে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত দাউদ হোসেন উপল ঢাকার বাসিন্দা। কিছু দিন আগে কলকাতায় গিয়েছিলেন তিনি। উঠেছিলেন নিউ মার্কেট থানা এলাকার একটি হোটেলে। সেখান থেকে কী উদ্দেশ্যে সায়েন্স সিটির দিকে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। কেন বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন যুবক, তা-ও জানা যায়নি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন। কারণ তাকে ওই জলাশয়ে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার আগে আচমকা ওই জলাশয়ে ঝাঁপ দেন যুবক। স্থানীয়রা সেই দৃশ্য দেখতে পান এবং পুলিশকে জানান।
স্থানীয়দের সাহায্যে পুলিশ জলাশয় থেকে যুবককে উদ্ধার করে এবং তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জলে ডুবেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তার কাছ থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
যুবকের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার কাছ থেকে পাওয়া নথি থেকেই পুলিশ জানতে পেরেছে যুবকের পরিচয়। বাংলাদেশে তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডটকম।
Comments are closed, but trackbacks and pingbacks are open.