ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৯৪ রানের পুঁজি দাঁড় করিয়েছে বাংলাদেশ। ম্যাচে টাইগারদের হয়ে ফিফটি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ দিকে রিয়াদ এবং জাকের আলীর দুর্দান্ত ফিনিশিংয়ে ৩০০ ছুঁইছুঁই পুঁজি পেয়েছে টাইগাররা। 

শুরুতে কিছুটা হোঁচট খেয়েছিল বাংলাদেশ। 
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকে এসেছে ৩৪ রান। ১৮ বলে ১৯ রান করে বিদায় নেন সৌম্য। তিনে নেমে লিটন দাস আউট হয়েছেন ৭ বলে ২ রান করে।

এরপর ক্রিজে জুটি বাঁধেন টিকে থাকা ওপেনার তানজিদ এবং চারে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুজনে মিলে সাবলীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দেন। ধীরে ধীরে বড় হয়েছে মিরাজ-তানজিদের জুটি। কার্যকরী ব্যাটিংয়ে রান তুলতে থাকেন দুজন।


 
ফিফটি হাঁকান ওপেনার তানজিদ। 
ফিফটি ছুঁয়েছেন তানজিদ, তবে ফিফটির পর টেকেননি বেশিক্ষণ। ৬০ বলে ৬০ রান করে দলের ১২৫ রানের মাথায় আউট হন তানজিদ। মিরাজ অবশ্য টিকে ছিলেন। তবে তার রান তোলার গতি কিছুটা ধীর ছিল। পাঁচে নেমে আফিফ হোসেন ধ্রুবও বেশ ভালো করেছেন। শুরুটা ভালো করলেও ইনিংস লম্বা করতে পারেননি আফিফ। দলীয় ১৭৯ রানের মাথায় আউট হওয়ার আগে ২৯ বলে ২৮ রান করেছেন তিনি।

অধিনায়ক মিরাজও ছুঁয়েছেন ফিফটি। ফিফটি ছুঁয়ে আরও কিছুক্ষণ টিকে ছিলেন ক্রিজে। ধীরেসুস্থে ব্যাট চালিয়ে রান তুলেছেন। দলের ১৯৮ রানের মাথায় সাজঘরে ফেরার আগে ১০১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক।

দলীয় সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক মিরাজ। 
মিরাজের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক। দুই ফিনিশার মিলে শক্ত করে ধরেন দলের হাল। দুজনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে সচল ছিল দলের রানের চাকা। কার্যকরী ব্যাটিংয়ে মাপা শটে হিসাব কষে ঝুঁকি নিয়েছেন দুজন। ফলে তাদের জুটিটা ক্রিজে জমে যায়। রানও আসছিল ভালো গতিতে।

শেষ দিকে রান তোলার ধার বাড়িয়েছেন জাকের এবং রিয়াদ। উইকেটের চারপাশে শট খেলে সিঙ্গেলস, ডাবলস বের করার পাশাপাশি সুযোগ বুঝে বাউন্ডারিও হাঁকিয়েছেন দুজন। ক্যারিবিয়ান বোলারদের পিটিয়ে ছাতু বানিয়ে দলের বোর্ডে রান তুলেছেন জাকের এবং রিয়াদ। দুজনের ব্যাটিংয়ের কোনো জবাবই যেন ছিল না ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কাছে।

জাকেরের দুর্দান্ত ফিনিশিংয়ে লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। 
শেষ দিকে বেশি মারমুখি ছিলেন ম্যান ইন ফর্ম জাকের আলী। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন জাকের। রিয়াদও কম যাননি। দুজনের ব্যাটে চড়ে ৩০০ ছোঁয়ার পথেই ছিল বাংলাদেশ। শেষ ভাগে বোলারদের উপর আরও চড়াও হয়েছেন জাকের এবং রিয়াদ। দুজনের ক্লাসিক ফিনিশিংয়ে ৩০০ রানের খুব কাছে চলে যায় টাইগাররা। যদিও শেষমেশ ৩০০ ছোঁয়া হয়নি। 

একদম শেষের আগের বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৪৮ রান করেছেন জাকের। অন্যদিকে ফিফটি হাঁকিয়েছেন রিয়াদ। ৪৪ বলে ৫০ রান করে ছিলেন অপরাজিত। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ। 

Comments are closed, but trackbacks and pingbacks are open.