এক সময় ছিল বাজারে মাছের দাম কমলে ব্রয়লার মোরগের দাম কমে যেত। কিন্ত গত দুই বছর থেকে ব্রয়লার মোরগের আকাশ ছোয়া দামে হীমশীম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। তবে শীত আসায় বাজারে সব ধরনের সবজি দাম কমার সাথে নতুন নতুন সবজি শোভা পাচ্ছেন বিক্রেতার সবজির সারিতে
চলতি সপ্তাতে বিয়ানীবাজার পৌরশহর ঘরে দেখা যায় নিত্যপণ্যের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। পেয়াজ, রসুন ভোজ্য তেলসহ অন্যান্য পণ্য গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে ।
বাজারের চড়া সময়ে কমেছে সবজির দাম। গত দুই সপ্তাহের তুলনায় বাজারে আসা নতুন আলু ও টেমেটোর দাম কমেছে। আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ টাকা এবং টেমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা করে।
কমেছে সব ধরনের মাছের দাম। আমদানি ও স্থানীয়ভাবে আহরণ করা মাছের সরবরাহ থাকায় এর প্রভাব পড়েছে বাজারে। মাছের প্রজাতির ও আকার বেধে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা করে কমেছে।
বাজারের সব ধরনের পণ্য স্থিতিশীল কিংবা কমলেও বেড়েছে ব্রয়লার মোরগের দাম। গত সপ্তাহের তুলনায় প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২০ টাকা বেড়ে ২০০ টাকায়।
গত কয়েক বছর থেকে নিত্যপণ্যের বাজার অনেকটা লাগাম ছাড়া। ফলে এর প্রভাব পড়েছে স্বল্প আয়ের মানুষদের জীবনমানে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.