আজ ১৭ মাঘ। এখনও মাঘ মাস শেষ হয়নি। এরিমধ্যে প্রবাদবাক্য সত্যি করে সিলেটে ‘মাঘে মেঘে দেখা’ দেখা মিলেছে।


শুক্রবার (৩১ জানুয়ারি) মধ্য রাত থেকে সকাল ৮টা পর্যন্ত মাঘের সিলেট  মহানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বইছে মৃদু মন্দ হিমেল হাওয়া। সূর্য ঢেকে গেছে হালকা মেঘে।

ধারণা প্রচলিত আছে, মাঘ মাসের বৃষ্টিকে মঙ্গলজনক মনে করা হয়।


মহানগরের নয়াসড়ক এলাকার সবজি বিক্রেতা জুমন মিয়া বলেন, অনেক শীত, তার ওপর হালকা বৃষ্টি হচ্ছে। ব্যাবসা কম হবে মনে হচ্ছে। কারণ হাড় কাঁপুনি শীতে বৃষ্টি ঠাণ্ডা আরও বাড়িয়ে দিয়েছে। লোকজন বাসায় থাকবে।


এদিকে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.