সিলেটের জকিগঞ্জে বসত ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার বার ঠাকুরি ইউনিয়নের আমলশিদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহিন আহমদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি বেকার অবস্থায় জীবনযাপন করছেন। গতকাল সন্ধ্যায় ঘরের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন শাহিনের স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাত ৯টায় ঘটনাস্থল থেকে জকিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই)অপু সরকার বলেন, ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরীর কাজ চলছে।
তিনি জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.