পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহত্তর ঘুঙ্গাদিয়ার প্রবাসীদের অর্থায়নে প্রায় সাড়ে চারশ পরিবারের মধ্যে ছয় লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী পূর্ব ঘুঙ্গাদিয়া, পশ্চিম ঘুঙ্গাদিয়া, মালিগ্রাম ও নয়াগাঁও এর নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে চাউল, ডাল, সয়াবিন তেল, পিয়াজ, আলু, চানা, ময়দা, তরল দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল।
শুক্রবার জুময়া’র নামাজ শেষে খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবকরা ট্রাকে করে এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউদ্দিন, আওয়ামীলীগ নেতা কামরুল হক, ঘুঙ্গাদিয়া সর্ব-মঙ্গলা যুব সমিতির সাধারণ সম্পাদক সামছ উদ্দিন, সাবেক ফুটবলার হারুণ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা কাওছার আহমদ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, সমাজসেবী আব্দুল জলিল, কয়েছ আহমদ, আব্দুল বাছিত, ছবুর আহমদ, আবদুল্লাহ, লিটন আহমদ, আব্দুল হক, আবু তাহের সাজু, জাহেদ আহমদ, সাহেদ আহমদ প্রমুখ।