সিলেটের কানাইঘাটে ভারতীয় অবৈধ চা-পাতা ও ভারতীয় কসমেটিক্স প্রসাধনীসহ ৩জনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মীরমাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, আলমগীর হোসেন (৩৬), মুখলেছুর রহমান (২১) ও আব্দুল মন্নান (২০)।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের মীরমাটি গ্রামে প্রবাসী শরিফ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ চা-পাতা ও ভারতীয় কসমেটিক্স প্রসাধনীসহ ৩জনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, তারা তিনজন দীর্ঘদিন থেকে ভারতীয় বিভিন্ন অবৈধ চোরাচালান বাংলাদেশে নিয়ে আসছে। এমনই এক খবরে কানাইঘাট থানাপুলিশ অভিযান চালিয়ে
অবৈধ চা-পাতা ও ভারতীয় কসমেটিক্স প্রসাধনীসহ তিন জনকে আটক করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, অবৈধ চোরাচালানের জন্য তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আটককৃতদের আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.