বিয়ানীবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবধরনের মাছের দাম। আমধানীকৃত বড় মাছের পাশাপাশি দেশী ছোট মাছের দামও চড়া। এ নিয়ে ঈদুল আযহা পরবর্তী সময়ে কয়েক দফায় মাছের দাম বাড়লো বিয়ানীবাজার পৌরশহরের একমাত্র মাছের বাজারে।

এদিকে, গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। চাল ডাল তেল পেয়াজ রসুন বিক্রি হচ্ছে পূর্বের মূল্যে।

তবে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে বেশ কিছু সবজির। কচুর মুখি, ঝিঙ্গা, পটল’র দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। আর ৫০ টাকার ভিতরে মিলছে বেশ কিছু সবজি।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে আবার দাম কমেছে ব্রয়লার মুরগির। প্রতিকেজি ব্রয়লারে দাম কমেছে ১০ টাকা আর লাল লেয়ার মুরগির দাম কমেছে কেজিতে ২০ টাকা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.