বিয়ানীনাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি থেকে মো. রুহুল আমিন নামে এক সদস্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কমিটি ঘোষণার দুদিন পর সোমবার তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে মো. রুহুল আমিন জানান, গত ১২ তারিখ শনিবার বিয়ানীবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি অনুমোদন হয়েছে, উক্ত কমিটিতে কে বা কারা আমার নাম যুক্ত করেছেন আমি এ বিষয়ে মোটেও অবগত নয়, আমার পরিচিত অনেকে আমাকে বিষয়টি অবগত করেন আমি রুহুল আমিন এনসিপির কমিটি থেকে পদত্যাগ করলাম, এনসিপির সাথে আমার কোন সম্পর্ক নাই।

প্রসঙ্গত, শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে বিয়ানীবাজার উপজেলার কমিটি অনুমোদন দেওয়া হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.