গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ উত্তরপাড়া এলাকায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় হিরা মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয়রা তার বাড়ি থেকে প্রায় ৭০ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হিরা মিয়া উপজেলার ভাদেশ্বর ইউপির দক্ষিণভাগ উত্তরপাড়া গ্রামের মৃত আফতাব আলীর পুত্র।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন – পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.