৫ ম্যাচের রোমাঞ্চকর টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইংল্যান্ডের সিরিজ সেরা খেলোয়াড় হ্যারি ব্রুক। জয়ের কাছাকাছি গিয়েও হেরে যাওয়ায় হতাশ ব্রুক স্বীকার করেছেন, সিরাজের বোলিংই মূল পার্থক্য গড়ে দিয়েছে। মাত্র ৬ রানে ম্যাচ হেরে যায় ইংল্যান্ড ও ড্র হয় সিরিজ।
ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ শেষ হলো ড্র দিয়ে। সিরিজ জুড়ে দাপুটে ব্যাটিং করে যৌথভাবে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন হ্যারি ব্রুক। ভারতের থেকে সিরিজ সেরা হয়েছেন শুবমান গিল। ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৮ বলে ১১১ রান করেন ব্রুক৷ নিজের দুর্দান্ত ইনিংসের পর তিনি ভেবেছিলেন ইংল্যান্ড সহজেই ম্যাচ জিতবে।

ম্যাচ শেষে ব্রুক বলেন, “আমি ভেবেছিলাম সকালে সহজেই জিতব, কিন্তু সিরাজের দারুণ বোলিং আমাদের আটকে দেয়। ওর সাফল্য পুরোপুরি প্রাপ্য। আমরা ভেবেছিলাম পিচটা রোলারের পর সমান হবে, কিন্তু মেঘলা আকাশে বল অনেক বেশি নড়ছিল।”

দুর্ভাগ্য প্রকাশ করে তিনি যোগ করেন, “আমরা লাইন পার হতে পারিনি, সেটি খুবই কষ্টের। যখন জো (রুট) আর আমি ব্যাট করছিলাম, ভালোই লাগছিল। এই সিরিজে অনেক উত্থান-পতন হয়েছে, শেষটাও তেমনই নাটকীয় হয়েছে।”

দ্রুত ম্যাচ শেষ করার মানসিকতা ছিল উল্লেখ করে ব্রুক বলেন, “এখন মনে হয় হয়তো আরও সাবধানী হওয়া যেত। আমি সিরিজে মোটামুটি ভালোই খেলেছি, কিন্তু শেষ পর্যন্ত না জেতা ভীষণ হতাশাজনক। তবুও নিজের অবদান রাখতে পেরে খুশি।”

Comments are closed, but trackbacks and pingbacks are open.