সিলেটে ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় গরমে অতিষ্ঠ থাকলেও সন্ধ্যার পরও মিলছে না কোনো স্বস্তি।
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে মাত্র ২ মিলিমিটার। তবে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ফোঁটাও বৃষ্টি হয়নি। রাতে এক পশলা বৃষ্টির দেখা মিললেও গরম যেনো আরও তীব্র আকার ধারণ করে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় আছে। এর প্রভাবে আগামী একদিনে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.