সিলেটে জেলা প্রশাসক ফুটবর টুর্নামেন্টে বিয়ানীবাজার-বিশ্বনাথ উপজেলা ম্যাচে তারকা ফুটবলার জিল্লুর রহমানের পা ভেঙ্গে গেছে। সোমবার সিলেট জেলা স্টেডিয়ামে খেলা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
ফুটবলার জিল্লুর বিয়ানীবাজার উপজেলা ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। খেলার দ্বিয়ার্ধের প্রতিপক্ষ গোল কিপার ডিব্রক্সের বাইরে বল পায়ে থাকা অবস্থায় সরাসরি জিল্লুরের পায়ে কড়া ট্যাকল করলে তার ডান পায়ের হাটু নিচের দুইটি হাড় ভেঙ্গে যায়।
ফুটবলার জিল্লু বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাধিক দলের হয়ে বেশ কয়েক বছর থেকে খেলে আসছেন। সর্বশেষ মৌসুমে তিনি বাংলাদেশ পুলিশ এফসির হয়ে প্রিমিয়ার লিগে খেলেন।
আক্রমন ভাগের খেলোয়াড় জিল্লুর রহমানের বাড়ি বিয়ানীবাজার উপজেলা মাথিউরা ইউনিয়নের দুধবকশী গ্রামে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.