মোঃইবাদুর রহমান জাকির বিশেষ প্রতিনিধিঃ জাতীয়তাবাদী দল (বি,এন,পি) সার্বিক সহযোগিতায় মাহে রামাজান সামগ্রী বড়লেখার ১নং বর্নি ইউনিয়নে বিতরন করা হয়েছে খাদ্য সামগ্রী।(কোভিড-১৯)করোনা ভাইরাস সংক্রমনে সমগ্র বিশ্বব্যাপি এখন লকডাউন চলছে।এহেন পরিস্হিতিতে শ্রমিক মেহনতি জনতা,মধ্যবিত্ত পরিবারগুলো অনেকটাই বেকায়দায় রয়েছে।

সেসব মানুষের কষ্ঠের সীমা কিছুটা করে নিতে মৌলভীবাজার ১ ( বড়লেখা- জুড়ী)আসনের বিএনপি দলীয় প্রার্থী ও জেলা বিএনপির সহ সভাপতি ধানের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কারী আলহাজ্জ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু ,জাতীয়তাবাদী পরিবারের অন্যতম সদস্য,

এ ইউনিয়নে মঙ্গলবার(১৯মে)দুপুরে ৫৫০পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনী কার্যক্রমের উদ্বোধন করেন বড়লেখা উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।এসময় উপস্হিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বায়েছ, সাধারন সম্পাদক হাজী ছায়ফুজ্জামান ছরওয়ার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন আহমদ,সহ সভাপতি রহিম উদ্দিন বুদুর,যুগ্ম সম্পাদক আব্দুস সোবহান, যুবদল নেতা কামরুজ্জামান খোকন, এমাদ উদ্দিন, আক্তার হোসেন, এম মুন্তাজিম আলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ আহমদ শিমুল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।

আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু’র সাথে প্রতিনিধির মুঠোফোনে কথা হলে, তিনি জানান,করোনা ভাইরাসে যখন বিশ্বব্যাপি চরম হতাশা বিরাজ করছে,আমরা যখন লকডাউনে রয়েছি তথাপি আমার এলাকা (বড়লেখা জুড়ির) অসহায় লোকজনের কথা বিবেচনা করে নিজের সাধ্যমতো জাতীয়তাবাদী পরিবারের পক্ষে অসহায়ের পাশে থাকার লক্ষ্য নিয়ে নূন্যতম সহযোগিতা হিসেবে কিছুটা হলেও তাদের কাছে পৌছে দেওয়ার উদ্দেশ্যে এসব খাদ্য ও ইফতারসামগ্রী সরবরাহ করেছি।তিনি আরো জানান,জনগনের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে (বড়লেখা জুড়ির) জনসেবা করার লক্ষ্যে জনপ্রতিনিধি হিসেবে মনোনীত হতে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি।ভাগ্যে না থাকায় নির্বাচিত হতে পারিনি।বড়লেখা জুড়িবাসীর জনকল্যানে আমি সরে দাড়াইনি।অতীত,বর্তমান ও ভবিষ্যতে সকল ধরনের দূর্যোগ মোকাবেলায় পাশে থাকবো,করোনা থেকে মুক্তির জন্য সকল বিধিবিধান মেনে চলার জন্য দেশের সকল জনগন’র প্রতিও আহবান জানান।ভবিষ্যতে ও তার এ অনুদান অব্যাহত থাকার প্রত্যাশা ব্যাক্ত করে সকল মহলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *