সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামায পড়লেন জেলার অর্ধ শতাধিক পরিবারের মু’সল্লী। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।রবিবার সকাল সাড়ে ৫ টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসার ছাদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাযে নারী ও পুরুষ অংশ নেয়। নামাযে ই’মামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব উজান্ডি ভারত)। তিনি জানান ১৫ বছর ধরে ঈদের জামাত আদায় করে আসছেন।

সূত্রঃ শ্যামল সিলেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *