ইতালির বিভিন্ন শহরের বসবাসরত বিয়ানীবাজার উপজেলার ৫ নং কুড়ারবাজার ইউনিয়ন বৈরাগীবাজারের হাসি-খুশি-বোর্ড-ফ্রেন্ডশীপ-সিএন-রয়েল এর দাতা সদস্যদের উদ্যােগে করোনা দূর্যোগের কারণে চলমান লকডাউন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়।
আজ ২৪ মে ৩০ এ রমজান দিনভর খশির মৌজার উপকারভোগীদের বাড়ী বাড়ী গিয়ে ও বোর্ডের কার্যালয় পরিবার প্রতি ১(এক) হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।
প্রবাসীদের প্রেরণকৃত প্রায় ৩০(এিশ)হাজার টাকার আর্থিক অনুদানের উপযোগি উপকারভোগি বাছাইকরণ সহ বিতরণ করা হয়।
বিতরণ সমাপ্ত শেষে সাধারণ সম্পাদক সালমাম আহমদ বলেনঃ-প্রিয় সংগঠনের এই প্রজেক্টে যে সকল মহৎপ্রাণ দাতাগণ আর্থিকভাবে সহযোগীতা করেছেন,
মহান আল্লাহ্ তায়ালার কাছে সকলের সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি।