বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে রাস্তায় এক মাদ্রাসা শিক্ষকের লাশ। তিনি বিশ্বনাথের তেলিকোনা আলিম মাদরাসার শিক্ষক ও বিলপার গোবিন্দনগর জামে মসজিদের ইমাম মাওলানা মিজান আহমদ জানাগেছে। আজ বৃহস্পতিবার (২৮মে) দুপুর আনুমানিক দুইটার দিকে কান্দিগ্রাম-রেলওয়ে ব্রীজ সড়কে এভাবে পড়ে থাকতে দেখা যায়।
খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার গিয়াস বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইমামের বাড়ি কুমিল্লা জেলায়। তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।