বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে বহিরাগত ৩ জেলার ৩ জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করলেন বিয়ানীবাজার থানা পুলিশ।
বিশ্বের বিভিন্ন দেশ এখন করোনা রোগ মুক্ত হওয়ার পথে, অন্যান্য দেশ নিয়ম তান্ত্রিক চলায় রোগ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। বিশ্বে করোনাভাইরাস বিস্তার রোধে হোম কোয়ারেন্টাইন অপরিহার্য, আমাদের দেশে করোনাভাইরাস রোধে হোম কোয়ারেন্টাইন থাকার জন্য বলা হলেও তা কেউ মানছে না, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হচ্ছে প্রশাসন না হয় জনপ্রতিনিধিগণ।
আজ (২ জুন) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় বৈরাগীবাজারের এলাকায় নারায়ণগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী ফেরত ৩ জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করলেন বিয়ানীবাজার থানার এএসআই মোঃ তালেব আলী।
এদিকে বৈরাগীবাজারের দত্ত চিকিৎসক আব্দুল জলিল ১৪ দিন হোম কোয়ারেন্টাইন সুস্থভাবে শেষ হয়েছে, আব্দুল জলিলের সংস্পর্শে যারা ছিলেন সবাই সুস্থ আছেন।