প্রেমিকার জন্য আত্মহত্যা করতে বিদ্যুতের টাওয়ারের উপর অবস্থান নিয়েছে বিপ্লব (২৯) নামে এক যুবক। প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে টাওয়ারের ৭০ ফুট উঁচুতে উঠে পড়ে এই যুবক। এক পর্যায়ে প্রেমিকার সঙ্গে বিয়ে দেয়াসহ তার নানা শর্ত মেনে নিয়ে আড়াই ঘন্টা পর প্রেমিক যুবককে অক্ষক অবস্থায় টাওয়ার থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস। এসময় শত শত মানুষের ভীড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জে নাসিকের ৬নং ওয়ার্ডের সোনামিয়া বাজার শাহী মসজিদ সংলগ্ন এলাকায়। বিপ্লব আদমজী বিহারী ক্যাম্পের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইনের টাওয়ারে উঠে বসে বিপ্লব। এক পর্যায়ে সে অকেটা উঁচুতে গিয়ে অবস্থান নেয়। এবং টাওয়ারের এ্যাঙ্গলে দড়ি বেধে গলায় ফাঁস দেয়ার প্রস্তুতি নিয়ে রাখে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ টাওয়ারের নিচে চারপাশে অবস্থান নেয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিমও যায়। কিন্তু পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবারের সদস্যরা বিপ্লবকে নানাভাবে অনুরোধ করে নিচে নেমে আসার জন্য। কিন্তু সে কারো কথাই পাত্তা না দিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকে। এক পর্যায়ে অনেক চেষ্টার পর তার শর্ত মেনে নিয়ে প্রায় দুই ঘণ্টা পর বিহারী ক্যাম্পের গুলু মেম্বারের কথায় বিপ্লব কিছুটা নিচে নেমে আসে। তখন উৎসুক লোকজন চিৎকার শুরু করে। তখন ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের এগিয়ে যেতে দেখে বিপ্লব ফের ওপরের দিকে উঠতে থাকেন। এর কিছুক্ষণ পর তার ভাইয়ের মাধ্যমে ফায়ার সার্ভিসের হ্যান্ড মাইকে কথা বলার পর বিপ্লব পুনরায় কিছুটা নিচে নেমে আসলে অপর প্রান্ত দিয়ে স্থানীয় দুইজন ওপরে উঠে তাকে ধরে ফেলে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওপরে উঠে তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন।
বিপ্লবের বাবার সঙ্গে কথা হলে তিনি জানান, বেশ কয়েকদিন ধরে একই ক্যাম্পের এক মেয়েকে বিয়ে করতে পরিবারের অনুমতি চান বিপ্লব। কিন্তু এতে সম্মতি না দেওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রায় ৬০-৭০ ফুট উপরে উঠে ওই যুবকটি অবস্থান নিয়েছে। পরে অনেক অনুরোধে তাকে নিচে নামিয়ে আনা হয়।