বিয়ানীবাজারে আরও দুজন করোনা রোগী সুস্থ হয়েছেন। বৈরাগীবাজার সোনালী ব্যাংক শাখা ম্যানেজার শরিফুল ইসলাম করোনা জয় করলেন। সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু ইসহাক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আবু ইসহাক আজাদ জানান, শিশু সায়েমের মা নাজমা বেগমের প্রথম নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। দ্বিতীয় রিপোর্টও নেগেটিভ আসলে তাকেও সুস্থ হিসেবে ঘোষণা দেয়া হবে। তিনি আরও জানান, এ নিয়ে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় ১৪জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

নতুন সুস্থ হওয়া দুজন হচ্ছেন- উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের ৯ বছর বয়সী শিশু সায়েম আহমদ এবং বৈরাগীবাজারের সোনালী ব্যাংকের ম্যানেজার শফিকুল ইসলাম।

সোমবার বিকালে পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় ৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *