ভারত এক লাদাখ পরিস্থিতি নিয়েই চরম অস্বস্তিতে। তার সাথে কাশ্মীর সংকট আর নতুন যুক্ত নেপাল সীমান্ত সমস্যা। এবার ভারতের এই বিরুদ্ধ শক্তিতে যোগ দিল ভুটান। আসামের বাকসা চ্যানেল দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে নেপাল। কারণ উল্লেখ না করেই হঠাৎ করে ভুটান সরকার চ্যানেলটির পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে। আর এতে সমস্যায় পড়েছে পুরো বাকসা জেলার অন্তত ২৬ টি গ্রামের কৃষকরা।

ভারতের দাবি, সীমান্তে একের পর এক বেআইনি কাজ করছে চীন ও নেপাল। চীনের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতের ২০ সেনা। ওদিকে বিহারের লাগোয়া সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সাধারণ এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছিলেন আরও তিনজন। চীন ও নেপালের সঙ্গে পাল্লা দিয়ে এবার ভারতকে বেকায়দায় ফেলছে ভুটান। আড়ালে-আবডালে ভারতীয় চাষিদের পানি দেয়া বন্ধ করে দিয়েছে দেশটি।

তথ্যসূত্রঃ বিডি২৪ লাইভ ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *