শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা হাজী আব্দুল জব্বার (জব্বার হাজী) সকাল ৭:১০ মিনিটের সময় সিলেট একটি হাসপাতালে ইন্তেকাল করছেন ইন্না লিল্লাহহি ওয়া ইন্না ইলাইহি রাউজন। হাজী আব্দুল জব্বার মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন।
বৈরাগীবাজারে জব্বার হাজী ট্রেডার্স এর স্বত্তাধিকারী, দানবীর বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বৈরাগীবাজারে জব্বার হাজী নামে অধিক পরিচিত ছিলেন। তিনির গ্রামের বাড়ী বড় শালেশ্বরে।
মরহুমের জানাযার নামায আজ রবিবার বাদ আছর প্রথম জানাযা বৈরাগীবাজারের জব্বার হাজী ট্রেডার্স এর সম্মুখে এবং দ্বিতীয় জানাযা ৬:১৬ মিনিটের সময় বড় শালেশ্বর কুতুবিয়া জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।