বিয়ানীবাজারে নতুন করে আরও ৩জনের শরীরের করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৫২জনে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন আক্রান্তদের একজন হচ্ছেন শেওলা স্থলবন্দরে কর্মরত মো. শহীদুল্লাহ (২৮) এবং অন্য দুজন হচ্ছেন পৌরসভার কসবা বাঘেরটিলা গ্রামের আফজল হোসেন (৪৪) ও শিল্পী বেগম (৫০)। মঙ্গলবার নতুন আক্রান্ত সকলের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি বাসস্থান লকডাউন করা হবে। এছাড়া তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।

এদিকে, নতুন ৩জন নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৫২ জনে। এর মধ্যে মারা গেছেন ১৩জন এবং সুস্থ হয়েছেন ১৭৯জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *