সিলেটের দক্ষিণ সুরমায় এনা পরিবহণের (বাস) চাপায় মো. মুজিব (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সঙ্গে থাকা আব্দুস সালাম (৩৫) নামের অপর একজন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় নাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে আসা এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ১৫-০১১৯) নাজিরবাজারের দক্ষিণের ব্রিজ থেকে নেমেই একই দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল পুরোটাই এনা বাসের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলে আরোহী দুইজন গুরতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর মো. মুজিবের মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটগামী এনা বাসের নিচে চাপা পড়ে মুজিব নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া আব্দুস সালাম নামের আরেক আরোহী আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *