
নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের প্রচার সম্পাদক মোজাম্মেল হক রাসেল (২৭) ও তার ছোট ভাই হিমেল আকরাম জয়(২৫) এবং ৮১ বছর বয়সী প্রাণ হারিয়েছেন।
আহত হয়েছেন তাদেরই আপন ছোট ভাই আনিসুল হক আপেলসহ (১৮) দু’জন।
জানা যায়, নিউইয়র্কের আপস্টেট বাফালোতে নায়াগ্রা জলপ্রপাত দেখেতে যান মোজাম্মেল ও তার ভাইসহ আরও কয়েকজন। আজ মঙ্গলবার সেখান থেকে এস্টোরিয়া ফেরার পথে রোস্টচেষ্টারে কাছে (এক্সিট ৪৪) এই সড়ক দুর্ঘটনায় শিকার হন।
স্থানীয় সময় ভোর ১.৩০ মিনিটে ৮১ বছর বয়সী অন্য গাড়ির চালক ভুল করে উল্টোপথে মোজ্জামেলদের গতিপথ ঢুকে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালে নেয়ার আগেই দুই ভাই ও অন্য গাড়ির চালক সড়কেই মৃত্যুবরণ করেন।
স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটার আগে প্রায় ৮ মিনিট উল্টোপথে গাড়ি চালিয়েছিলেন ৮১ বছর বয়সী ওই বৃদ্ধ।
সড়ক দুর্ঘটনায় আহত আরও দু’জনকে গুরুতর অবস্থায় নিকটবর্তী স্ট্রং মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়াজবিডিকে এ মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসাইন ও মোঃ সেবুল মিয়া ।
আওয়াজবিডি পরবর্তীতে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে মোজাম্মেল হক রাসেলের বাবা মোঃ সিরাজুল ভূঁইয়া জানান, মোজাম্মেল হক রাসেল ও হিমেলদের লাশ আনতে বাফালো যাচ্ছি।
রাসেলের দু’জন কন্যা সন্তান রয়েছে।একজন ৬ মাসের ও অপরজন ৬ বছরের। তবে আপেলের অবস্থা এতটা সংকটময় নয় বলেও জানিয়েছেন তিনি।তারা এস্টোরিয়ার বাসিন্দা।
এদিকে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠন।
শোক বার্তায় নিহত দু’জনের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য, মোজাম্মেল হক রাসেল ও তার আপন ছোট ভাই হিমেলের দেশের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়।