বিয়ানীবাজার উপজেলায় একদিনে নতুন করে আরও ৬জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৯৮জনে। রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

নতুন আক্রান্তরা হলেন- পৌরসভার নয়াগ্রামের আব্দুস শহীদ (৬৪) ও তরিকুল ইসলাম (৩৩) , মাথিউরার ইকবাল হোসেন তারেক (৩১) ও আব্দুল কাদির জিলানি (৩১), নুর উদ্দিন (৫৬) ও লাউতা ইউনিয়নের মাটিকাটা গ্রামের সাইফুল ইসলাম (২৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।

এদিকে, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৫জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করে ১৯৬জন রোগী সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *